আইজ আমারে আনিয়া দেওরে আসমানেরও চাঁন
আইজ আমারে আনিয়া দেওরে আসমানেরও চাঁন
গীতিকার : এ কে আনাম
আইজ আমারে আনিয়া দেওরে আসমানেরও চাঁন
সোনাবন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতায় লাগলো টান
আইজ আমারে আনিয়া দেওরে আসমানেরও চাঁন।
মন্দিরার ঐ টুন্নুর টান্নুর ভেলার হ্স্কো টান
ঢোলকের ও আলগা ঠেকায় জুড়াইয়া নিল পরাণ।
বাউলা বন্ধের আউলা চুল আর মুখের হাসি খান
কলিজায় বিন্ধিয়া গেল তেসরী চোখের নয়ন বাণ।
মনে না ধরিও আনাম না করিও বারণ
নেশায় মাতাল হইয়া আজি হারাই যদি কুলমান
গীতিকার : এ কে আনাম
আইজ আমারে আনিয়া দেওরে আসমানেরও চাঁন
সোনাবন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতায় লাগলো টান
আইজ আমারে আনিয়া দেওরে আসমানেরও চাঁন।
মন্দিরার ঐ টুন্নুর টান্নুর ভেলার হ্স্কো টান
ঢোলকের ও আলগা ঠেকায় জুড়াইয়া নিল পরাণ।
বাউলা বন্ধের আউলা চুল আর মুখের হাসি খান
কলিজায় বিন্ধিয়া গেল তেসরী চোখের নয়ন বাণ।
মনে না ধরিও আনাম না করিও বারণ
নেশায় মাতাল হইয়া আজি হারাই যদি কুলমান
Comments
Post a Comment